গাজীপুরের কালিয়াকৈরে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মানিক মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক মিয়া নাটোর সদর উপজেলার হালশা এলাকার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালা এলাকার মুক্তি মাহমুদের বাসার ভাড়া থেকে ইটভাটায় কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুরে ছয় বছরের এক শিশুকে বাসায় একা পেয়ে মানিক বিস্কুটের লোভ দেখিয়ে তাঁর নিজ কক্ষে ডেকে নিয়ে যান। এ সময় শিশুটি চিৎকার করলে ওই বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশুকে উদ্ধার করেন। পরে আশপাশের লোকজন ওই যুবককে ঘরের ভেতর আটকিয়ে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিককে আটক করে পুলিশ।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, মানিক মিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার সকালে তাঁকে গাজীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।