হোম > ছাপা সংস্করণ

ইবিতে ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের শিক্ষার্থী ভর্তিপরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার ইউনিটগুলোর প্রথম মেধাতালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ৪ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ তালিকা প্রকাশ করা হয়। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। বিভাগসমূহে আসন খালি থাকা সাপেক্ষে ১৯ জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

আরও জানা গেছে, দ্বিতীয় মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি শেষ হওয়ার পরও আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া অটো মাইগ্রেশনের ফলে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। বিশেষ কোটায় শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ আব্দুস সালাম বলেন, প্রথম মেধা তালিকায় ‘এ’ ইউনিটে ৯৭৫ জন শিক্ষার্থী এবং ‘বি’ ইউনিটে ৬৪৬ জন এবং ‘সি’ ইউনিটে ৪৪৩ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন শেষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ