হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, গ্রেপ্তার ২

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তাতে চারজন আহত হয়েছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের তুলাতলী বাজারে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্থানীয় ছাত্রলীগের সাবেক দুই নেতা আজিম (২৪) এবং আকাশ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে দুজনকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মির্জানগর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়ার (আনারস) সমর্থকেরা মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তুলাতুলি বাজারে পোস্টার ও লিফলেট বিতরণ করতে যান। এ সময় মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাভেল হোসেন (২৮) এবং সাধারণ সম্পাদক মো শরীফের (২৩) নেতৃত্বে ১০-১৫ জন তাঁদের ওপর হামলা চালায় এবং পোস্টার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

হামালা ও পোস্টার ছেঁড়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়ার ছেলে আবুল কালাম ভূঁইয়া পিংকু।

মামলার অন্য আসামিরা হলেন মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো ইব্রাহিম (৩৪), মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ (৩৫), ছাত্রলীগ কর্মী আকাশ, আজিমসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

মির্জানগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, গত মঙ্গলবার রাতে তাঁর সমর্থকেরা তুলাতুলি বাজারে আনারস প্রতীকের প্রচারণা ও পোস্টার লাগাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ সমর্থিত (নৌকা প্রতীক) চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভুট্টোর সমর্থকেরা হামলা চালায়। তাদের হামলায় তাঁর চার কর্মী আহত হয়। এ সময় তাঁর পাঁচ শতাধিক পোস্টার ছিঁড়ে ফেলা জয়। তিনি এর সুষ্ঠু বিচার ও প্রতিকার দাবি করেন।

তবে মির্জানগর ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভুট্টো হামলার সঙ্গে তাঁর কর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। তিনি বলেন, ‘এলাকায় আলি আকবর ভূঁইয়ার কোনো জনসমর্থন নেই। তাই নিজে আলোচনায় আসতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে কেউ তাঁকে লিখিত অভিযোগ জানায়নি। তারপরও তিনি খোঁজ নিয়ে দেখবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ