হোম > ছাপা সংস্করণ

তফসিল ঘোষণার আগেই মাঠে সম্ভাব্য প্রার্থীরা

বদরগঞ্জ প্রতিনিধি

বদরগঞ্জে এখনো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। যে কোনো মুহূর্তে তফসিল ঘোষণা হতে পারে-এমন ভাবনা থেকে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীরা মাঠে নেমেছেন। তাঁরা সবাই তাকিয়ে আছেন চতুর্থ ধাপের তফসিল ঘোষণার দিকে।

জানা গেছে, উপজেলার ১০টি ইউপির মধ্যে ৯টিতে নৌকা প্রত্যাশী অনেকেই। তাঁরা দিনের বেলায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দোয়া ও আশীর্বাদ নিলেও রাতে ঘুরছেন নৌকার টিকিটের জন্য আওয়ামী লীগ নেতাদের পিছু পিছু।

উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, উপজেলার ১০টি ইউপির মধ্যে বিষ্ণুপুর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী একক প্রার্থী রয়েছেন। অন্যান্য ইউপিতে একাধিক প্রার্থী থাকায় দল মনোনয়ন দিতে অনেকটাই হিমশিমে আছে। উপজেলার রামনাথপুর, মধুপুর, কালুপাড়া, রাধানগর, গোপীনাথপুর ইউপিতে সম্ভাব্য প্রার্থীরা জোরেশোরে মাঠে মেনেছেন। অনেকেই প্রতিদিন উঠান বৈঠক করে দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন ভোটারের।

রামনাথপুর ইউপি সদস্য সাজেদুর রহমান জানান, তাঁর বিপক্ষে মাঠে নেমেছেন এক ইউপি সদস্য প্রার্থী। সেই প্রার্থী প্রতিদিন ভোটারদের কাছে যাচ্ছেন, মন জয় করতে চা নাশতা করাচ্ছেন। সাজেদুর রহমান বলেন, ‘এখনো তফসিল ঘোষণা হয়নি। কবে হবে তাও জানি না। কিন্তু এমতাবস্থায় মাঠ ছাড়তে পারছি না।’

উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট গ্রামের গৃহবধূ দুলালী বেগম (৩৮) বলেন, ‘বাহে এখন হামার সম্মান দিন দিন বাড়ছে। হামরা কি দিয়া ভাত খাওচি, কেমন আচি, ছইল পইল (ছেলে-মেয়ে) কয়টা, তারা স্কুলোত পড়োচে কি না-এমন খোঁজ খবর নেওচে অনেক প্রার্থী।’

জামুবাড়ি গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ভোটের আগোত ভালো ভালো কথা বলে প্রার্থীরা জনপ্রতিনিধি নির্বাচিত হন। পরে আর চেনেন না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ