বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে বসে আছে নিউজিল্যান্ড। গ্রুপ থেকে অন্য সেমির জন্য লড়ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যেকোনো ধরনের জয়ই ইংলিশদের সেমিফাইনাল নিশ্চিত করবে। এই পথে বড় বাধা হয়ে দাঁড়াতে চায় লঙ্কানরা।
শেষটা ভালোর জন্য জয় চায় শ্রীলঙ্কা। জয় পেলেও লঙ্কানরা অবশ্য সেমিতে যেতে পারবে না। সে পথে তখন হাঁটবে অস্ট্রেলিয়া। এই ভুল করতে চায় না জস বাটলাররা। সোজা দুই পয়েন্টের জনই মাঠে নামবে তারা।