‘পরিবেশ দূষণ বন্ধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগান সামনে রেখে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন টাঙ্গাইল জেলা উদ্যোগে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. এ এস এম সাইফুল্লাহ বলেন, ‘জেলায় বৈধ ইটভাটার চাইতে অবৈধ ইটভাটার সংখ্যা বেশি। এটা খুব হতাশাজনক। গত বছরও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি।’
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।