নেত্রকোনার মদনে একটি বেডিং স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে পৌর সদরের জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারে মনোয়ার অ্যান্ড দিলোয়ায় বেডিং স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মদন ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, পৌর সদরের জাহাঙ্গীর কেন্দ্রীয় বাজারের নতুন রোডের মনোয়ার অ্যান্ড দিলোয়ায় বেডিং স্টোরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে দোকান মালিক কামাল খানের প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ১ লাখ ৬০ হাজার টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন। জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট অংশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বলন্ত সিগারেটের অবশিষ্ট অংশ থেকে বেডিং স্টোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকান মালিকের প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।