হোম > ছাপা সংস্করণ

ঝিনাইগাতীতে আটক শিক্ষক কারাগারে

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক শিক্ষক মো. ছবির উদ্দিনকে (৫০) কারাগারে পাঠানো হয়েছে।

গত শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার রাতে উপজেলা সদর থেকে ওই শিক্ষককে আটক করা হয়। ছবির উদ্দিনের বাড়ি উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামে।  তিনি মানিককুড়া গ্রামে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হিসেবে কর্মরত।

পুলিশ ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাদ্রাসায় প্রতিদিনের মতো সকাল সাড়ে ৭টার দিকে ছুটি দেওয়া হয়। এ সময় শিক্ষক ছবির উদ্দিন ওই ছাত্রীকে মাদ্রাসার চটগুলো গুছিয়ে রেখে যেতে বলে। সকল শিক্ষার্থী চলে যাওয়ার পর ওই শিক্ষার্থী চট গুছাতে থাকে। এই সময় শিক্ষক ছবির উদ্দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে এবং শিক্ষার্থীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই শিক্ষার্থীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় সে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ছবির উদ্দিনকে আসামি করে ঝিনাইগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ