হোম > ছাপা সংস্করণ

দুই হাজার ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টিলের আলমারিতে ইয়াবা রেখে বিক্রির অভিযোগে আব্দুল কাদির মোল্লা (৭০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক আব্দুল কাদির মোল্লা পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা-পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স গত শনিবার রাতে কাদির মোল্লা ও তাঁর ছেলে সোহাগ মোল্লার ঘরে অভিযান চালায়। এ সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়। অভিযানে কাদির মোল্লার ঘরের স্টিলের আলমারিতে রাখা ২ হাজার ২৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮টি দামি মোবাইল ফোন, ইয়াবা প্যাকেটজাত করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরে গতকাল রোববার সকালে আখাউড়া থানায় দুজনকে আসামি করে মামলা করা হয়। মামলায় কাদির মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাদির মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ