দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংকের নতুন এ শাখার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, ইসলামী ব্যাংকের ইভিপি ও বিপিএমডি প্রধান মিজানুর রহমান ভুইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক খাইরুল আনাম।
আরও বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান শাহ কামরু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদগুপ্ত প্রমুখ।