যশোরের মনিরামপুরে করোনার টিকাদানে হাসপাতালের চাপ কমাতে এবার ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিন ধাপে উপজেলার ১৭টি ইউনিয়নে ২ হাজার করে ৩৪ হাজার করোনার টিকা (সিনোফার্ম) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, ‘নিয়মিত হাসপাতাল থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে। এরপরও চাপ কমানো যাচ্ছে না। এখন পর্যন্ত অন্তত ১ লাখ ৫০ হাজার নিবন্ধন জমা রয়েছে। এ চাপ সামলাতে যশোরের সিভিল সার্জন স্থানীয়ভাবে ইউনিয়নে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে প্রতি ইউনিয়নে এক দিনে ২ হাজার করে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহের শনিবার ও বৃহস্পতিবার এবং পরের সপ্তাহে শনিবার এ তিন দিনে ১৭টি ইউনিয়ন ভাগ করে টিকা দেওয়া হবে। আগামীকাল শনিবার রোহিতা, ঝাঁপা, খানপুর, দূর্বাডাঙা ও মনোহরপুর ইউনিয়নে ১০ হাজার নিবন্ধনকারী টিকা পাবেন।’
হাসপাতালের এই কর্মকর্তা বলেন, ‘প্রতি ইউনিয়নে চারটি বুথে সকাল আটটা থেকে আমাদের স্বাস্থ্য কর্মীরা টিকা দেবেন।’