টাকায় ভরে গেছে সারা শরীর। যার যেমন সামর্থ্য, তেমন টাকার মালা আর নোট পিন দিয়ে আটকিয়ে দিচ্ছেন তাঁর পোশাকে। এভাবেই শুভেচ্ছা জানান সদ্য নির্বাচিত ইউপি সদস্য হাবিবুর রহমান হাবুকে। গত বুধবার বিকেলে এ দৃশ্য দেখা যায় কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে।
জানা যায়, গেল ২৮ নভেম্বর কোটচাঁদপুরের ৩ নম্বর কুশনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী। তাঁরা হলেন নারায়ণ ঘোষ, আবুল বাশার আর হাবিবুর রহমান (হাবু)।
নির্বাচনে হাবু ওই দুই প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন। এর পরেদিন বের হন ওয়ার্ডের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। এ সময় মানুষ সদ্য নির্বাচিত ইউপি সদস্যকে টাকা পিন দিয়ে তাঁর শরীরে আটকে দেন।
এ ব্যাপারে ওই ওয়ার্ডের আকিমুল ইসলাম সাজু জানান, মানুষ তাঁদের প্রিয় প্রার্থীকে জয়ী করতে পেরেছেন। তাই ভালোবাসার প্রতিফলন হিসেবে এভাবে টাকার মালা দিচ্ছেন।
মানুষের এ প্রতিক্রিয়া নিয়ে সদ্য নির্বাচিত ইউপি সদস্য হাবু বলেন, ‘মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়ী করেছেন। আর জয়ী হওয়ার পরও যে ভালোবাসা দেখাচ্ছেন, আমিও তাঁদের এ ভালোবাসার প্রতিদান দেওয়ার মত কাজ করতে চাই সামনের ৫ বছরে।’