হোম > ছাপা সংস্করণ

বিয়ের অভিযানে থাইল্যান্ডে

কামরুজ্জামান মিলু, ঢাকা

কয়েক মাস আগে কলকাতায় নতুন সিনেমার শুটিং শেষ করেছেন নুসরাত ফারিয়া। নাম ‘রকস্টার’। নায়ক যশ দাশগুপ্ত। ‘বাজি’, ‘এসওএস কলকাতা’, ‘প্যানথার’—এসব সিনেমা বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা অংশুমান প্রত্যুষ এ সিনেমারও পরিচালক। মুক্তি পাবে পূজার মতো বড় উপলক্ষকে সামনে রেখে। তাই অনেকেরই আশা, রকস্টার হতে যাচ্ছে ফারিয়ার পরবর্তী ট্রাম্পকার্ড। এর আগে রাজা চন্দের ‘ভয়’ সিনেমার শুটিং শেষ করেছেন ফারিয়া।

সম্প্রতি কলকাতা থেকে ফারিয়ার জন্য উড়ে এল আরেক সুসংবাদ। তৈরি হবে ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল। ২০১৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও ছিলেন একঝাঁক তারকা—অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও প্রিয়াংকা সরকার। তারকাবহুল সিনেমাটি তখন আলোচিত হয়েছিল অনেক।

জানা গেছে, ‘বিবাহ অভিযান ২’-তে প্রথম পর্বের সব অভিনয়শিল্পী থাকবেন। তবে বদল আসছে পরিচালকের আসনে। বিরসা দাশগুপ্তের বদলে এবার ক্যামেরায় চোখ রাখবেন সায়ন্তন ঘোষাল। সিক্যুয়েলটি আগের চেয়ে বড় আয়োজনে তৈরি হবে, এমনটা জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের পক্ষ থেকে। ভারতের পাশাপাশি শুটিং হবে বিদেশেও। গণশা অর্থাৎ অনির্বাণের জেলে যাওয়ার ঘটনা দিয়ে শেষ হয়েছিল ‘বিবাহ অভিযান’-এর প্রথম পর্ব। দ্বিতীয় অংশ শুরু হবে সেখান থেকেই।

বিবাহ অভিযান ২ সিনেমায় অভিনয়ের ব্যাপারে এরই মধ্যে ফারিয়ার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, এ সিনেমার শুটিংয়ের জন্য শিগগিরই উড়াল দেবেন থাইল্যান্ডের উদ্দেশে। ফারিয়া বলেন, ‘বিবাহ অভিযান ২ সিনেমার শুটিং পড়ে গেছে। শুটিং হবে থাইল্যান্ডে। তাই এবার কোরবানির ঈদে দেশে থাকা হচ্ছে না আমার। বিদেশেই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে।’

ঈদে দেশে না থাকতে পারলেও টিভির ঈদ অনুষ্ঠানে থাকবেন ফারিয়া। কয়েক দিন আগে অপূর্বর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন ‘আইকনম্যান’ টেলিফিল্মে। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় নির্মিত টেলিফিল্মটি দেখা যাবে দীপ্ত টিভিতে। এ ছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ