নির্বাচন কমিশনে নিবন্ধনকৃত ৪৪টি রাজনৈতিক দলের অধিকাংশই নিজেদের কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা পূরণ করতে পারেনি।
একমাত্র রাজনৈতিক দল হিসেবে গণফ্রন্টের কমিটিতে এই কোটা পূরণ করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আওয়ামী লীগের মূল কমিটিতে ১৮ শতাংশ নারী সদস্য আছেন। সবচেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কমিটিতে নারী কোটা পূরণ করা হয়েছে ১ শতাংশ।
গতকাল মিঠাপুকুর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে স্থানীয় অপরাজিতাদের (নারী ইউপি সদস্য ও বিভিন্ন ক্ষেত্রে সফল নারী) মতবিনিময় সভায় এই তথ্য উপস্থাপন করা হয়।
ডেমোক্রেসি ওয়াচ বাস্তবায়িত অপরাজিতা প্রকল্পের প্রশিক্ষক জুলিয়া আক্তার এই তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিতে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত করতে বলা হয়েছে। এটি ২০২০ সাল নাগাদ পূরণের তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু ২০২১ সালেও এই অবস্থা সন্তোষজনক নয়। নারী কোটা পূরণ করা হয়েছে বিএনপিতে ১৩, জাতীয় পার্টিতে ১০, কমিউনিস্ট পার্টিতে ১৩, জাসদে ১২, বাংলাদেশ ওয়ার্কার্স পাটিতে ৭ ও গণতন্ত্রী পার্টিতে ১৫ শতাংশ।