নওগাঁর ধামইরহাট উপজেলায় লটারির মাধ্যমে চাকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই ভর্তির কার্যক্রম শুরু হয়।
গত ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করে ৩৩৯ শিক্ষার্থী। লটারির মাধ্যমে এক শ শিক্ষার্থী নির্বাচিত করা হয়। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা মো. সিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহ্, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চাকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলে, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল চাকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়ার। স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুশি।’
অভিভাবক জাহাঙ্গীর আলম বলেন, ‘চাকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে পড়াশোনার মান অনেক ভালো। আমিও এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আজ লটারিতে আমার মেয়ে এ বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল। খুব ভালো লাগছে।’
ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক এস এম খেলাল-ই রব্বানী বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা শতভাগ স্বচ্ছতায় ভর্তির বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।’
বিদ্যালয়ে ভর্তি শুরু হবে ১৮ ডিসেম্বর। শেষ হবে ৩০ ডিসেম্বর।