নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কমরেড মোহাম্মদ তোয়াহা ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সব মেহনতি মানুষের নেতা। মহান স্বাধীনতাযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রেখেছিলেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু বর্তমান সরকার সচেতনভাবে বর্তমান প্রজন্মকে তাঁর ইতিহাস ভুলিয়ে দিতে চায় বলে দাবি করেছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৪তম স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ দাবি করেন তিনি।