হোম > ছাপা সংস্করণ

পুলিশ-শ্রমিক সংঘর্ষের ৬ ঘণ্টা পর বাস চলাচল শুরু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পরিবহন শ্রমিক আটক করাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শ্রমিকেরা আন্তজেলা রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। পরে পুলিশ এবং পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক শেষে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় বাস চলাচল শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের মশরপুর এলাকায় একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হওয়ায় বাসচালক সুলেমানকে আটক করে পুলিশ। পরে বিকেলে শ্রমিকেরা বাস বন্ধ করে আটক সুলেমানকে ছেড়ে দিতে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানে পরিবহন নেতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় অন্তত ১০ জন। এর পর থেকে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ ঘোষণা দেন।

বালুডাঙ্গা বাস টার্মিনালের চেইন সুপারভাইজার আফাস উদ্দিন বলেন, বাসের চালক সুলেমানকে আটক করাকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মাঝে সংঘর্ষ বাধে।

এদিকে এ ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে রাত সাড়ে ১২টার দিকে বাস চলাচল চালু শুরু হয়।

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল আলম বলেন, মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন শ্রমিকেরা। পরে পুলিশের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিষয়টি সুরাহা করা হয়েছে। পুলিশ-শ্রমিক উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিল। যার কারণে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, ঘটনার পর বৈঠক শেষে বাসচালক সুলেমানকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় পুলিশ।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম বলেন, উভয়পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ