কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার, ইয়াবা ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় ও কালালিয়াকাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই।
আটকেরা হলেন নোনাছড়ি পশ্চিমপাড়ার মো. হাবিব (২০), চিকনীপাড়ার মো. জসিম (৩০), রামু উপজেলার পানিরছড়ার বেলাল হোসেন (৩৫), উখিয়ার রাজাপালংয়ের সাজ্জাদ হোসেন রিফাত (২৫), কাশিয়ারবিলের মো. আবদুল্লাহ (৩০), চকরিয়ার চোয়ারফাঁড়ির এহসান হাবিব (২৮)।
ওসি মো. আবদুল হাই জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাঁদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।