হোম > ছাপা সংস্করণ

প্রতিবাদে মানববন্ধন যুবক গ্রেপ্তার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে এক শিক্ষিকার গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করে।

অভিযোগে জানা যায়, ওই শিক্ষিকা গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসার নির্দিষ্ট কক্ষে গোসল করতে যান। এ সময় পার্শ্ববর্তী ঘর থেকে সাজু শেখ (৩৮) ও অজ্ঞাত ২ / ৩ জন যুবক মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করে। শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। এতে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে তাঁদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকাবাসী বেলা ১১টার দিকে ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন করে।

ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী বলেন, সোমবার দুপুরে ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা করে করেন। এর পরপরেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে গ্রেপ্তার করেন। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ