হোম > ছাপা সংস্করণ

চাঁপাই পৌরসভায় কাউন্সিলর যাঁরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পাঁচজন জয়ী হন। গত মঙ্গলবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন—১ আসনে কাউন্সিলর পদে চশমা প্রতীকের মোছা নাজনীন ফাতেমা, ২ আসনে অটোরিকশা প্রতীকে মোছা কারিমা আখতার বানু, ৩ আসনে চশমা প্রতীকে নাজনীন নাহার, ৪ আসনে জবা ফুল প্রতীকের শাকেরা খাতুন ও ৫ আসনে কাউন্সিলর পদে চশমা প্রতীকে মোছা আনোয়ারা বেগম বিজয়ী হন।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে ইফতিখার আহমেদ, ২ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে মো. জিয়াউর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে মো. রাজু আহম্মেদ, ৪ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে মো. কামাল আহমেদ রাজু, ৫ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে মো. আব্দুল গনি, ৬ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে মো. সালেহ উদ্দীন, ৭ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে মো. নুরুল ইসলাম মিনহাজ, ৮ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীকে মো. তৌহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে মো. শামসুজ্জোহা, ১০ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীকে মো. তোহরুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে মো. আবদুল হাই, ১২ নম্বর ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে মো. ইব্রাহীম আলী, ১৩ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে মোহা. আব্দুল খালেক, ১৪ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীকে মো. দুলাল আলী ও ১৫ নম্বর ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে মো. মাসদুল হক নিখিল কাউন্সিলর পদে বিজয়ী হন।

এদিকে পৌরসভায় নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মোখলেসুর রহমান। ৪৮ বছর পর মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ