হোম > ছাপা সংস্করণ

ডিজেলের বাসে লাল স্টিকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভাড়া নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নগরীর ডিজেল ও গ্যাসচালিত গণপরিবহনে স্টিকার সাঁটিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকালে ১০ নম্বর রুটের গাড়িগুলোতে স্টিকার লাগানো শুরু হয়। যেসব ডিজেলচালিত গাড়িতে লাল স্টিকার ও সিএনজিচালিত গাড়িতে সবুজ স্টিকার দেওয়া হয়। সেই সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে ভাড়ার তালিকাও সাঁটানো হয় বাসে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাল স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য গাড়িতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না। সরকারি সিদ্ধান্তে শুধু ডিজেলচালিত গাড়িতেই ২৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, নগরী ১ থেকে ১১ নম্বর রুটের মধ্যে গতকাল শুধু ১০ নম্বর রুটের বাসে স্টিকার লাগানো হয়। আজ রোববার থেকে বাকি রুটের বাসেও পর্যায়ক্রমে স্টিকার সাঁটানো হবে।

শনিবার সকালে বিআরটিএ কর্মকর্তাদের উপস্থিতিতে একযোগে ট্রাফিক পুলিশের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর জোনে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। উত্তর জোনের অধীন ষোলশহর দুই নম্বর গেটে উদ্বোধন করেন উপকমিশনার মো. আলী হোসেন, টাইগারপাস মোড়ে দক্ষিণের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন, আগ্রাবাদ-বাদামতলী মোড়ে পশ্চিম জোনের উপকমিশনার মো. তারেক আহম্মদ ও কাস্টমস মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার ছত্রধর ত্রিপুরা।

এদিকে সিএমপি ও বিআরটিএ ভাড়ার যে তালিকা করেছে, তা-ও পর্যায়ক্রমে সকল রুটের বাসে লাগানো হবে। তালিকায় দেখা যায়, এক নম্বর রুটের ডিজেলচালিত মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সিএনজিচালিত মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। একই ভাড়া নির্ধারিত হয়েছে ২, ৩ ও ১১ নম্বর রুটে। তবে ৪, ৫ ও ১০ নম্বর রুটে ডিজেলচালিত বাসে সর্বনিম্ন ভাড়া ৮ টাকা ও সিএনজিচালিত বাসে ৫ টাকা করা হয়েছে। ৬ নম্বর রুটে ডিজেলচালিত বাসে ৮ টাকা ও সিএনজিচালিত বাসে সর্বনিম্ন ভাড়া ৭ টাকা নির্ধারিত হয়েছে। একই ভাবে ৭ নম্বর রুটে ডিজেলচালিত বাসে সর্বনিম্ন ভাড়া ৮ টাকা রাখা হয়েছে। এই রুটে সিএনজিচালিত বাস চলাচল করে না।

৮ নম্বর রুটে ডিজেলচালিত বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও সিএনজিচালিত বাসে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ৯ নম্বর রুটের ভাড়ার তালিকা পাওয়া যায়নি।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘সব বাসেই লাল-সবুজ স্টিকার লাগানোর পাশাপাশি ভেতরে ভাড়ার তালিকাও দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে সহজে অভিযোগ দিতে পারেন, সে জন্য নম্বরও দেওয়া আছে। আমরা এই বিষয়ে কঠোরভাবে তদারকি করছি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা বলেন, ‘নগর ছাড়াও আন্তজেলা বাসগুলোতে নিয়মিত অভিযান চলছে। যাঁরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘সব বাসের চালক-সহকারীকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে। যাঁরা নির্দেশনা মানবেন না, তাঁদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ