রাজশাহীর পবা উপজেলায় বসতভিটা থেকে উচ্ছেদ করতে একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। আপন চাচাতো বোনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা মো. মিন্টু। গতকাল বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি চাচাতো বোন রেহেনা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন মিন্টুর স্ত্রী রমেসা বেগম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মিন্টুর সঙ্গে তাঁর চাচাতো বোন রেহেনা বেগমের পারিবারিক ও জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। প্রতিবারই তাঁরা হয়রানি করতে মিথ্যা মামলা দিয়ে আসছেন। গত বছরের এপ্রিলে আদালতে ১৪৫ ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। পরে আদালত আমাদের পক্ষে রায় দেন। এরপর গত ২ নভেম্বর কর্ণহার থানায় আরেকটি মামলা দায়ের করেন তাঁরা। এটি আদালতে বিচারাধীন। এরপর ১৪ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরও একটি মিথ্যা মামলা দায়ের করেন রেহেনা বেগম।
সংবাদ সম্মেলনে মিন্টুর চাচা আলতাব আলী, চাচাতো ভাই মো. তোতা ও মুনসুর আলী উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী রেহেনা বেগম বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। মিন্টু আমাকে গালিগালাজ করেন। রাতে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেন। তাই নিরাপত্তার জন্য আদালতে মামলা করেছি।’