নারায়ণগঞ্জের বন্দরে দুই কেজি গাঁজাসহ আফজাল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত সোমবার রাতে উপজেলার সর্দারবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের এএসপি রিজওয়ান সাঈদ এই তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত সাড়ে ৮টায় বন্দর সর্দারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, আফজাল নারায়ণগঞ্জ, ঢাকা ও তার আশপাশে গাঁজা ক্রয় বিক্রয় ও চোরাচালানের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।