হোম > ছাপা সংস্করণ

বিচারের দাবিতে অলিগলিতে ব্যানার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহাকে হত্যার বিচারের দাবিতে নগরীর অলিগলিতে সাঁটানো হয়েছে পোস্টার। নগরীর প্রধান সড়কে ঝুলছে ব্যানার। এ ছাড়া ওই ওয়ার্ডের বিভিন্ন স্থানে শোক প্রকাশ করে পোস্টার-ব্যানার টাঙিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গতকাল শনিবার নগরীর তেলিকোনা চকবাজার, রাজগঞ্জ, মোঘলটুলি, কান্দিরপাড়সহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সেসব ব্যানারে নিহত কাউন্সিলর সোহেলের লাশের ও আহতদের ছবি, হত্যা মামলার আসামিদের ছবি রয়েছে। কোথাও কোথাও নতুনভাবে টাঙানো ব্যানার-পোস্টারের ছবি দেখতে সাধারণ মানুষদের জটলা করতেও দেখা গেছে।

নগরীর রাজগঞ্জ মোড়ে ঝুলন্ত ব্যানারের প্রতি তাকিয়ে খুনিদের প্রতি ধিক্কার জানাতে দেখা গেছে সুজানগর কলোনির ফল ব্যবসায়ী বাদশা মিয়াকে। তিনি বলেন, ‘এই কাউন্সিলর কলোনির অনেক বিশৃঙ্খলা দূর করেছেন। একটি পরিবেশ তৈরি করেছিলেন তিনি। এখন সেই শান্তি থাকবে কি না সন্দেহ।’

সুজানগর এলাকার শাহিন নামের এক পথচারী বলেন, ‘কাউন্সিলর সোহেল মানুষের সহায়তায় ছুটে যেতেন। তাঁর হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না। আমাদের মহল্লায় ফোরকানিয়া মসজিদের ইমাম ও মুসল্লিদের নিয়ে একটি শোক ব্যানার, হরিজন সম্প্রদায়ের লোকজন একটা ও অন্যরা মিলে আরও তিনটি ব্যানার লাগিয়েছি। এমনভাবেই পুরো নগরীতে সাধারণ মানুষ শোক ও বিচারের দাবি জানাচ্ছে।’

নিহত কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন বলেন, ‘ভাইয়ের হত্যাকাণ্ডের বিষয়টি মানুষ মেনে নিতে পারছেন না। নগরীর বিভিন্ন স্থানে এ হত্যাকাণ্ডের বিচারসহ শোক জানিয়ে সাধারণ মানুষ ও সংগঠন নিজ উদ্যোগে পোস্টার-ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন। কেউ করছেন মানববন্ধন। আমরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের গডফাদারদের বিচারের দাবি করছি।’

২২ নভেম্বর দুপুরে সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরিপদ সাহা নিহত হন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ