একমাত্র সন্তান সাজ্জাদ হত্যার বিচার দাবিতে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এসে কান্নায় ভেঙে পড়লেন দরিদ্র ইলেকট্রিক মিস্ত্রি আবু সাইদ ও তাঁর স্ত্রী নাছরিন সুলতানা।
গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে প্রেসক্লাব ভবনে নিহত যুবক সাজ্জাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মামি রেশমী আক্তার।
সংবাদ সম্মেলনের একপর্যায়ে নিহত সাজ্জাদের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। ছেলে হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
জানা যায়, গত ১৮ আগস্ট সাজ্জাদ হোসেন ওষুধ আনতে বাড়ি থেকে বের হন। পথি মধ্যে তাঁকে ধারালো ফালা দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।