ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় শতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। অভিযানের পর যানজটমুক্ত হয়েছে গোয়াতলা বাজার।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াতলা বাজার বাসস্টেশন এবং বাজারের ভেতরের সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছিল একটি মহল। এই সুযোগ করে দিয়ে দোকানদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এতে প্রতিটি সড়কে যানজট লেগে থাকত। মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এরই পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া গোয়াতলা বাজারে সরকারি জায়গায় আর কোনো দোকানপাট না বসানোর জন্য নির্দেশ দিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও রাফিকুজ্জামান।