নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর বায়েজিদে মোবাইল ফোনে জুয়া খেলার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রৌফাবাদের পাহাড়িকা আবাসিক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মোবাইলে তাসসহ বিভিন্ন ধরনের জুয়া খেলার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো. পারভেজ, আবুল কালাম, মো. সোহেল, মো. মান্না, মো. রুবেল, হৃদয় মাহমুদ, নাছির হোসেন, মো. করিম ও রেজা।