মানিকগঞ্জের হরিরামপুরে হোসেন আলী (৪০) নামের এক ব্যক্তির বড়শিতে আট কেজির চিতল মাছ ধরা পড়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সুতালড়ি ইউনিয়নের হরিণাঘাট এলাকায় পদ্মা নদী থেকে মাছটি ধরেন তিনি। পরে সন্ধ্যায় মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন।
মৎস্যশিকারি হোসেন আলী বলেন, ‘অনেক দিন ধরে পদ্মায় বড়শি দিয়ে মাছ ধরি, কিন্তু চিতল মাছ পাই না। মাছটি ধরে চরের সিলিমপুর বাজারে নিয়ে যাই। মেপে দেখি, মাছটির ওজন আট কেজি। পরে কাঞ্চনপুর ইউনিয়নের বাসিন্দা, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সালাম চৌধুরী ১২ হাজার টাকায় মাছটি কেনেন।’
আন্ধারমানিক থেকে হরিণাঘাটের ট্রলারচালক কামাল হোসেন বলেন, হরিণাঘাট এলাকায় নটাখোলার এক ব্যক্তি বড়শি দিয়ে বড় চিতল মাছ ধরেন। অনেক লোকজন মাছটি দেখতে আসেন। এরপর মাছটি তিনি সিলিমপুর বাজারে নিয়ে যান।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, পদ্মা নদীতে একসময় অনেক বড় মাছ ধরা পড়ত। ইদানীং পদ্মায় বড় পাঙাশ, বোয়াল, কাতল, রুই ও চিতল ধরা পড়ছে। এর প্রধান কারণ বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হচ্ছে।