অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে রোকেয়া বেগম (৭৯) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে এলবি টাওয়ারের পেছনে ভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করে নওয়াপাড়া নৌপুলিশ।
রোকেয়া উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের শাহীনপাড়ার ওয়াজেদ গাজীর স্ত্রী।
রোকেয়া বেগমের স্বামী ওয়াজেদ গাজী বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে আমার স্ত্রী গোসল করতে বেরিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নওয়াপাড়া নৌপুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। দুপুরে নৌপুলিশের মাধ্যমে জানতে পারি ভৈরব নদে এক নারীর মরদেহ ভেসে আছে।