হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন থেকে দুই দস্যুকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্রসহ বেশ কিছু গাছের গুঁড়ি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালেঙ্গা গ্রামের পঞ্চবটী সেগুনবাগান থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ হবিগঞ্জ সিপিসির লে. কমান্ডার নাহিদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার ইসলামপুর জিন্দরছড়া এলাকার হোসেন আলী (৫৫) এবং একই উপজেলার মধ্য রাণীগাঁও গ্রামের মো. আলাউদ্দিন (৪০)।
র্যাব জানায়, গত বুধবার ভোরে নজির বাহিনীর প্রধান নজির আলীর ছেলে হোসেন আলীসহ কয়েকজন বনদস্যু রেমা কালেঙ্গায় গাছ কাটছিল। এ খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় পঞ্চবটী সেগুনবাগান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া বেশ কিছু গাছের গুঁড়ি ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করে র্যাব। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত দুজনই তালিকাভুক্ত বনদস্যু। ২০১৮ সালের ডিসেম্বর মাসে রেমা কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্য নির্বাহী কমিটির দ্বিবার্ষিকী সভায় তাঁদের বনদস্যু বলে ঘোষণা দেওয়া হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি এবং বন মামলাসহ অন্তত ৩০টির বেশি মামলা রয়েছে।