হোম > ছাপা সংস্করণ

অবৈধ স্থাপনা সরায় কমেছে যানজট, প্রশস্ত হয়েছে সড়ক

তিতাস প্রতিনিধি

গৌরীপুর-হোমনা ভায়া তিতাস সড়কের উপজেলা সদর কড়িকান্দি বাজার অংশে সড়ক ও জনপথের জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছেন দখলদারেরা। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এসব স্থাপনা সরিয়ে নেন তাঁরা। এতে কড়িকান্দি বাজারের যানজট কমে গেছে।

এর আগে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেয়। এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ২৪ জানুয়ারির আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু দখলদার ব্যবসায়ীরা স্থাপনা উচ্ছেদ না করতে তদবির শুরু করেন। তাঁরা স্থানীয় সাংসদের সঙ্গেও দেখা করেন।

বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরীর নির্দেশে অবৈধ দোকান-পাট সরিয়ে নিতে রাজি হন দখলদারেরা। এ কাজ তদারকি করেন সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় সড়কটির দুই পাশে অন্তত ২০ ফুট জায়গা বেড়েছে। এ অংশে সড়ক হলে কড়িকান্দি বাজার এলাকায় যানজট থাকবে না বলে আশা করছেন এলাকাবাসী।

বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর সওদাগর বলেন, ‘বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সাংসদ সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় দোকানিরা স্বেচ্ছায় তাঁদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। এ কাজে ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ তত্ত্বাবধান করেছেন।’

১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘স্থাপনা সরানোর পর সড়কের দুই পাশে বালু ও ইটের টুকরো ফেলে ২০ ফুট প্রশস্ত করে দেওয়া হয়েছে।’

ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, ‘সাংসদ সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় কড়িকান্দি বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে দোকানিদের সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বাজার কমিটির উদ্যোগে সড়কের দুই পাশে বালু ও ইটের কংক্রিট দিয়ে প্রশস্ত করে দেওয়া হয়েছে।’

এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালান মো. কাওছার। সড়কটির বিষয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগে সব সময় এখানে যানজট লেগে থাকত, দোকানগুলো সরিয়ে নেওয়ায় এখন আর যানজট লাগে না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ