হোম > ছাপা সংস্করণ

ঝুঁকি নিয়ে নদী পার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুর উপজেলার প্রাণকেন্দ্র গাওখালী বাজারসংলগ্ন নদীতে সেতু না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন দুই পারের হাজার হাজার মানুষ। এ জায়গা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, বাজারের ক্রেতা–বিক্রেতা ও স্থানীয় লোকজন নদী পার হন।

খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে এসব মানুষ এপার থেকে ওপারে যাচ্ছেন। বিভিন্ন সময়ে খেয়া থেকে পড়ে গিয়ে ছাত্র–ছাত্রীদের বইপত্র নষ্ট হয়েছে। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

এ ছাড়া জরুরি মুহূর্তে ওই স্থানে দেখা দেয় ব্যাপক জনদুর্ভোগ। যুগিয়া, পাকুরিয়া, সিংখালী, সাচিয়া মালীখালীসহ নদীর পশ্চিম পারের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। জেলার সঙ্গে যোগাযোগেরও একমাত্র সহজ পথ এটা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শহিদুল আলম হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা অনেক দুর্ভোগে দিন কাটাচ্ছি। এখানে সেতুর টেন্ডার হওয়ার কথা শুনেছি। শিগগির আমাদের এ সমস্যা লাঘব হবে বলে আশা করছি।’

এলজিইডির উপজেলা উপ প্রকৌশলী মো. আবদুল গাফফার এ বিষয়ে বলেন, ‘দ্রুত এখানে সেতুর কাজ শুরু হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ