মাগুরার শালিখায় ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে পুলিশের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় শালিখা থানা চত্বরে এ আলোচনা হয়। উপজেলার সাধারণ মানুষের সমস্যার কথা জানতে ওপেন হাউস ডে’র এ আয়োজন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান।
অনুষ্ঠানে আসন্ন ইউপি নির্বাচনের বিভিন্ন পর্যায়ের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী, থানা–পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।