৫৮২ কোটি টাকা মূল্যের সার আত্মসাতের ঘটনায় সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান ওরফে পোটনের বিরুদ্ধে চলমান অনুসন্ধান কার্যক্রম দ্রুত শেষ করতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করছে সংস্থাটি। এরই মধ্যে দুটি ব্যাংকের কাছে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ব্যাংক গ্যারান্টির তথ্য চেয়েছে দুদক। এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছেও নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।
দুদকের একটি সূত্র বলছে, তথ্য চেয়ে ২৫ মে ঢাকা ব্যাংক ও মধুমতি ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে গত ৩০ এপ্রিল পোটন ট্রেডার্স বরাবর ৯ ধরনের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। প্রায় এক মাস পর এর জবাব দেন কামরুল আশরাফ খান। একই তারিখে বিসিআইসি বরাবরও চিঠি পাঠান দুদকের কর্মকর্তা ও অনুসন্ধানের দায়িত্বে থাকা উপপরিচালক মো. রফিকুজ্জামান। সরকারি এই প্রতিষ্ঠানের কাছে চাওয়া নথিপত্র এখনো পায়নি দুদক।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পোটন ট্রেডার্সের কাছে চাওয়া নথি এক মাস অপেক্ষা করে পাওয়া গেছে। তবে বিসিআইসির নথিগুলো এখনো হাতে আসেনি।’ অবশ্য যোগাযোগ করার পর দ্রুত সময়ের মধ্যে দুদকের পাঠানো চিঠির জবাব বিসিআইসি দেবে বলেও জানান তিনি।
জানতে চাইলে অনুসন্ধানের বিষয়ে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান জানান, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শেষ করতে চায় দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র পাঠানো হয়েছে। সেখান থেকে তথ্য আসার পর প্রতিবেদন লেখা শেষ হবে বলে আশা করি।’