হোম > ছাপা সংস্করণ

সড়কের ২৫ মিটার ধসে পুকুরে, জানে না কর্তৃপক্ষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় হুকুম আলী-মথুরাপুর পাকা সড়কের নসরৎপুর গ্রাম এলাকার পাকা সড়কে ধস দেখা দিয়েছে। গতকাল রোববার পর্যন্ত ওই সড়কের এক পাশের প্রায় ২৫ মিটার অংশ পুকুরে ধসে পড়ে।

 ১৫ দিন আগে এ ধস শুরু হয়। কিন্তু সড়কটির ওই স্থানে নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কর্তৃপক্ষ বলছে, তারা সড়কের ধসের বিষয়ে জানে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হুকুম আলী থেকে মথুরাপুর বাজার পর্যন্ত সড়কটি দৈর্ঘ্য ১০ কিলোমিটার। সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ২৫ বছর আগে সড়কটি পাকা করেছে। কয়েক দফা মেরামতও করা হয়েছে সড়কটি। কয়েক দিনের নিম্নচাপের কারণে ভারী বর্ষণের ফলে ওই পাকা সড়কের দুই পাশের শতাধিক স্থানে ধস দেখা দেয়।

স্থানীয় রবিউল ইসলাম জানান, দিনের বেলায় ওই সড়ক দিয়ে সতর্কতার সঙ্গে যাতায়াত করে বিভিন্ন যানবাহন। কিন্তু রাতের অন্ধকারে বিপত্তি ঘটে। সেখানে আলোর ব্যবস্থা না থাকায় গত তিন দিনের মধ্যে দুটি অটোরিকশা গর্তে পড়ে উল্টে গেছে। প্রতিনিয়ত অনেকেই এমন দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা শামসুল হক বলেন, দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার না করা হলে পুরো সড়কটি পুকুরে ধসে যাবে। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কে ধসের বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ