কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত শিশু নাতিকে পানিতে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে নানির বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নানি রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক নানি মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকার জাকারিয়ার মেয়ে জান্নাতুল (১৫ মাস)। কয়েক দিন আগে জাকারিয়া তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মালিথাপাড়ায় বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে ঘুমিয়ে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন নানি রহিমা খাতুন শিশু জান্নাতুলকে উঠিয়ে নিয়ে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়ির লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সাবরিনা হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘এ ঘটনায় শিশুটির বাবা নানির বিরুদ্ধে মামলা করেছেন। তাৎক্ষণিকভাবে শিশুটির নানিকে আটক করা হয়েছে।’