হোম > ছাপা সংস্করণ

পাঁচ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ প্লাস’

সিলেট প্রতিনিধি

সিলেটে পাঁচ লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

গতকাল শনিবার সকাল থেকে সিলেট সিটি করপোরেশন এবং জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ ক্যাম্পেইনে সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৫ লাখেরও বেশি শিশু ভিটামিন এ ক্যাপসুল খাচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

গতকাল শনিবার সকালে নগরীর ধোপাদিঘীরপাড়ে নগর মাতৃসদনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিসিকের স্বাস্থ্য শাখা থেকে জানা গেছে, মহানগরীর ২৭টি ওয়ার্ডে ৬১ হাজার ৮২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩৯৬ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে ৫৫ হাজার ৪৩১ জন। মোট শিশুর মধ্যে প্রতিবন্ধী ১১৩ জনকে ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ২৪৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ইপিআই টিকাদানকেন্দ্র ১২২টি, নিয়মিত কেন্দ্র ২০টি, অস্থায়ী কেন্দ্র ৮২টি এবং অতিরিক্ত কেন্দ্র আছে ২৩টি। এসব কেন্দ্রে ৫৪ জন সুপারভাইজারের অধীনে ৪৯৪ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, এ বছর কোভিড-১৯ পরিস্থিতিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, সিলেট জেলায় ৫০ হাজার ৫৪১ জন ও প্রতিবন্ধী ১২৭ জন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ৪ লাখ ১৫ হাজার ৬০৯ জন ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ