২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগে সদ্য যোগদানকারী ও বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ। গতকাল শনিবার বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, ‘গত নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী থাকা সত্ত্বেও রহমতপুর ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জনগণের চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আবারও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি আবারও চেয়ারম্যান নির্বাচিত হব ইনশা আল্লাহ।’
উল্লেখ্য রহমতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ ৩ ইউপি সদস্য নিয়ে গত ৭ জানুয়ারি বিকেলে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের হাতে ফুলের নৌকা দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩ ইউপি সদস্যসহ আওয়ামী লীগে যোগদান করেছিলেন।