গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী একাই মনোনয়নপত্র জমা দেন। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
রাফেজা বেগম বলেন, তিনি ৪০ বছর ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। এরই পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে নৌকা প্রতীক দিয়েছেন। তিনি ছাড়া আমতলী ইউনিয়নে কেউ মনোনয়নপত্র জমা দেননি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাফেজা বেগম ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। সেহেতু তাঁকে জয়ী বলা যেতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।