হোম > ছাপা সংস্করণ

আজই কি বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরু ও মাঝের অংশ বিবর্ণ হলেও বাংলাদেশের শেষটা হয়েছে রঙিন। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশের সাফল্য যদিও অন্য দুই সংস্করণে ব্যর্থতার ঢাল নয়। তবু শেষটা দারুণ হওয়ায় অন্তত হাসিমুখে দেশে ফেরার উপলক্ষ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দেশে ফিরেই ক্রিকেটারদের সামনে এসেছে অস্বস্তিকর এক প্রসঙ্গ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে যেভাবে ভাগে ভাগে গিয়েছিলেন, একইভাবে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। গতকাল দুই ভাগে দেশে ফিরেছেন ১০ ক্রিকেটার। দেড় মাসের লম্বা সফরের সঙ্গে জটিল ভ্রমণের ক্লান্তি নিয়ে দেশে ফিরতেই এগিয়ে আসছে জিম্বাবুয়ে সফর। আগামী মঙ্গলবার জিম্বাবুয়েতে রওনা দেওয়ার কথা থাকলেও এখনো সফরের দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হওয়ার আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, শেষ ওয়ানডের (১৬ জুলাই) আগেই জিম্বাবুয়ে সফরের দল জানিয়ে দেবেন তাঁরা। পরে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দল ঘোষণা হবে। দল ঘোষণার ব্যাপারে গতকালও নিশ্চিত করে কিছু বলতে পারেননি সংশ্লিষ্টরা।

জিম্বাবুয়ের মতো তুলনামূলক সহজ সফরের দল ঘোষণা করতে বিসিবির সময় লাগছে মূলত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে। অধিনায়কত্ব ও নিজের পারফরম্যান্স নিয়ে চাপে আছেন মাহমুদউল্লাহ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা তো আছেই। গত ৯ মাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তেমন বলার মতো পারফরম্যান্স নেই বললেই চলে। নিজেদের সর্বশেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে বাংলাদেশ। জয় মাত্র ১টিতে। আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চার মাসে আগে তাই জোর গুঞ্জন, অধিনায়কত্ব হারাতে পারেন মাহমুদউল্লাহ। যদিও গতকাল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে আজ নাকি মাহমুদউল্লাহর ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির সভায় যোগ দিতে লন্ডনে থাকায় আজ মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলতে পারেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তাঁদের সঙ্গে বৈঠকে থাকতে পারেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সিদ্ধান্ত যা-ই হোক, মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলেই জিম্বাবুয়ে সফরের দল দিতে চায় বিসিবি। সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর অধিনায়কত্ব ও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স নিয়ে মোটেও খুশি নন বিসিবির নীতিনির্ধারকেরা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে না থাকলে এই পারফরম্যান্সের পর দ্রুতই নেতৃত্বে পরিবর্তন আনা হতো। কিন্তু হাতে সময় কম থাকায় এখন পরিবর্তন আনলে সেটা কতটা সুফল বয়ে আনবে, সেটিও ভাবাচ্ছে বিসিবিকে। এ কারণেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছে তারা। এই মুহূর্তে নেতৃত্বের পরিবর্তন কতটা কার্যকর হবে, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকতেই দলের একাধিক ক্রিকেটারও একই সংশয় প্রকাশ করেছিলেন।

এই আলোচনার মাঝে গতকাল দেশে ফেরা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মাহমুদউল্লাহও। বেলা ১১টার ফ্লাইটে নাসুম আহমেদ আর আফিফ হোসেনের সঙ্গে ফেরেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। সকাল থেকে সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে ছিলেন তিনি। যদিও বিমানবন্দরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের একপ্রকার এড়িয়েই বাসায় চলে যান টি-টোয়েন্টি অধিনায়ক।

বিকেল ৫টার ফ্লাইটে দেশে ফেরেন আরও সাত ক্রিকেটার। এই ফ্লাইটে ছিলেন মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। তাঁরাও সংবাদমাধ্যমকে এড়িয়ে যান। যাঁর সঙ্গেই কথা বলার চেষ্টা করেছেন সাংবাদিকেরা, খেলোয়াড়দের অভিন্ন সুর, ‘কথা বলা নিষেধ আছে।’ অথচ ক্রিকেটারদের মন খুলে কথা বলার দারুণ এক উপলক্ষ এবার এসেছিল ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলে। সাফল্য নিয়ে ফিরেও সবাইকে ঘিরে ধরেছে এক অস্বস্তিকর প্রসঙ্গ। জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা হলেই হয়তো আপাতত পেছনে ফেলা যেতে পারে অস্বস্তিকর প্রসঙ্গটা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ