বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নাটোর জেলার দ্বিবার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে অণিমা চৌধুরী অডিটোরিয়াম হল রুমে এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে নাটোর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে বক্তব্য রাখেন পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাগমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান অনিল চন্দ্র সরকার, নাটোর জেলা পূজা উদ্যাপন পরিষদ কমিটির সহসভাপতি প্রসাদ তালুকদার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি তপন কুমার সেন, সাবেক সচিব অজিত কুমার পাল, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মিত্তুর্জা আলী বাবলু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কমিটির যুগ্ম সম্পাদক শ্রী অঙ্কুরজিত সাহা নব, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির শ্রী রমেন্দ্র নাথ মণ্ডল, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শ্রী চিত্তরঞ্জন সাহা, সঞ্চালনা করেন শ্রী খগেন্দ্রনাথ রায় প্রমুখ।