রয়টার্স, ম্যানিলা
মেয়েকে সুযোগ করে দিতে আগামী বছরের নির্বাচন থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। পরে জানা যায় তাঁর মেয়েও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না। আর এবার জানা গেল, দাভাও শহরের মেয়র নির্বাচন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছে দুতার্তের মেয়ে সারা দুতার্তে-কারপিও।
ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানালেও এর কারণ উল্লেখ করেননি তিনি। তাঁর পরিবর্তে ভাই সেবাস্তিয়ান মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী বছরের নির্বাচনে সারাকে অন্যতম জনপ্রিয় হিসেবে মনে করা হয়েছিল।