মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রেম করায় সাইফুল ইসলাম (১৯) নামে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। বালুচর ইউনিয়নে গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় সাইফুলের। সম্পর্ক গভীর হলে তাঁরা দুজন বাড়ি থেকে পালিয়ে যান। মেয়ের পরিবার এটা মেনে নিতে পারেনি। সাইফুলের লেখাপড়া ও পারিবারিক অবস্থা ভালো না থাকায় এ সম্পর্ক নিয়ে মেয়ের পরিবার থেকে আপত্তি ওঠে। পরে গত শনিবার সাইফুলকে মোবাইল ফোনে ডেকে নেন মেয়ের চাচা। তিনি ওই বাড়িতে গেলে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায় মেয়ের পরিবার। এলাকাবাসীর সামনে দুই ঘণ্টা ধরে এ নির্যাতন করা হয়। পরে এলাকাবাসী সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাইফুল ইসলামের নানা জজ মিয়া বলেন, ‘আমার নাতির অবস্থা খুব খারাপ। তাঁর দুটি পা ভেঙে গেছে। মাথার দুই স্থানে বড় গর্ত হয়ে গেছে। মৃত্যুর সঙ্গে লড়ছে আমার নাতি।
অভিযুক্ত মেয়ের চাচা বলেন, ‘আমার ভাইয়ের মেয়েকে অপহরণের মামলায় ছেলেটি জেলহাজতে ছিল। জামিনে বেরিয়ে এসে আমাদের হুমকি দিয়ে গেছে। শুক্রবার সাইফুল আমার ভাতিজিকে আবারও উঠিয়ে নিতে আসে। তখন আত্মীয়স্বজনেরা ধরে তাঁকে গণধোলাই দিয়েছে।’
সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ‘ছেলেটিকে মারধর করার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’