হোম > ছাপা সংস্করণ

হাদিস মানা কেন জরুরি

মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন

প্রশ্ন: অনেকেই বলে থাকেন, হাদিস মানার দরকার নেই। ইসলামের বিধিবিধান পালনের জন্য পবিত্র কোরআনই যথেষ্ট। এ কথা কি সঠিক? 
আবসার উদ্দিন, ঢাকা

উত্তর: কথাটি সঠিক নয়। কারণ হাদিস ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস ও দলিল। মুসলিম উম্মাহর হাজার বছরের ঐকমত্যে হাদিসের সত্যতা প্রমাণিত। বর্ণনা সূত্রের বলিষ্ঠতা-দুর্বলতার কারণে এর প্রামাণিকতার স্তর ভিন্ন হয়। তবে প্রমাণিত হাদিস ও সুন্নতকে অগ্রহণযোগ্য বলার অধিকার কারও নেই। হাদিস অস্বীকার কোরআন অস্বীকারেরই নামান্তর। কারণ হাদিস কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যাতে মানুষের জন্য অবতীর্ণ বাণী আপনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন।’ (সুরা নাহল: ৪৪)

পবিত্র কোরআনে রাসুল (সা.)-কে মুসলমানদের আদর্শ সাব্যস্ত করা হয়েছে। তাঁকে পাঠানোর উদ্দেশ্য কেবল কোরআনের আয়াত হুবহু মানুষের কাছে পৌঁছে দেওয়া নয়; বরং তাদের আমল-আখলাক সংশোধন করা, কোরআনের ব্যাখ্যা দেওয়া এবং প্রজ্ঞাপূর্ণ জ্ঞান শেখানোও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত। আর এই মহান কাজ তখনই আঞ্জাম দেওয়া যাবে, যখন তাঁর প্রতিটি কথা-কাজ প্রামাণ্য ও বিশ্বাসযোগ্য হবে। এ জন্যই কোরআনের প্রায় অর্ধশত আয়াতে রাসুলের আনুগত্যের নির্দেশ এবং তাঁর অবাধ্যতায় নিষেধের কথা এসেছে।

রাসুল (সা.)-এর প্রতিটি কথা ও কাজ অহির অন্তর্ভুক্ত। তাই নবুওয়তের ২৩ বছরে তিনি যা কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন দিয়েছেন, সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে। মনগড়া কোনো কিছুই তিনি করেননি বা বলেননি। আল্লাহ তাআলা বলেন, ‘আর তিনি মনগড়া কথা বলেন না। তা তো কেবল অহি, যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়।’ (সুরা নাজম: ৩-৪) আয়াতে তাঁর সব কথা-কাজকেই অহি বলা হয়েছে। এর আলোকেই হাদিস শাস্ত্রের ইমামগণ বলেন, অহি দুই প্রকার। এক. কোরআন; 
দুই. হাদিস বা সুন্নাহ। সুতরাং হাদিস মানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। 

উত্তর দিয়েছেন:মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন, গবেষণা বিভাগীয় প্রধান, মা’হাদুল ফিকরিল ইসলামি, বসুমতি, গুলশান, ঢাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ