গাজীপুরের শ্রীপুরে মো. মিঠুন (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মাওনা-বরমী সংযোগ সড়কের সাতখামাইর এলাকার চেরাগ আলী মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মিঠুন কাপাসিয়ার চৌড়াপাড়া গ্রামের হারিছ বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন বলেন, মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পিলারে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, গতকাল সকালে মিঠুন তার ভাইকে মাওনা চৌরাস্তায় বাসে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তে ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।