ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও দ্বিতীয় দিনে মানবিক বিভাগের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর বোর্ডের অধীনে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্র ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার চারটি কেন্দ্রে ২ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর বিপরীতে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৫২ জন পরীক্ষার্থী। ৩১ পরীক্ষার্থী অংশ নেয়নি।
পরীক্ষার্থী অনুপস্থিত থাকার কারণ উল্লেখ করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান আরও জানান, করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থী বিভিন্ন কাজে জড়িয়ে গেছে। এ জন্যই ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি তারা।
চলতি বছর উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ৫৩৭ জন, কারিগরি বোর্ডের ৮৮ জন এবং দিনাজপুর বোর্ডের ৩ হাজার ৫১২ জন।