ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার রুমা সরকারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর-রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের এসআই নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রদায়িক হামলার মধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিভিও শেয়ার দিয়েছিলেন। ওই ভিডিও নোয়াখালীর যতন সাহাকে খুনের ভিডিও হিসেবে প্রচার করা হলেও আসলে সেটি ছিল ঢাকার মিরপুরের সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পুরোনো ঘটনা।
সহকারী অধ্যাপক রুমাকে গত বুধবার র্যাব গ্রেপ্তার করেছিল। পরে অপপ্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাঁকে রমনা থানায় তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ মে ব্যবসায়ী সাহিনুদ্দিনকে তাঁর ছেলের সামনে কুপিয়ে হত্যা করে দুই যুবক। এই ঘটনায় সাবেক একজন এমপিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার পর তার জের ধরে সম্প্রতি নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। তাতে যতন সাহাসহ দুজনের মৃত্যু ঘটে।