জেলায় নতুন করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৬১ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। তবে এই সময়ে কেউ মারা যাননি। গতকাল সোমবার সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য জানান।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৬০ জন। এদিকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হননি। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১৫ জন। একই সময়ে হাসপাতালের আইসোলেশন সেন্টারে কোনো রোগী চিকিৎসাধীন নেই। সেখান থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। জেলায় বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৪ জন।