হোম > ছাপা সংস্করণ

প্রতারকের খপ্পরে ইজিবাইক চালক

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় মোবাইল ফোনে এক প্রতারকের খপ্পরে পড়ে ২৪ হাজার ৫০০ টাকা খোয়ালেন মো. আবদুল্লাহ শেখ নামের এক ইজিবাইক চালক। জানা গেছে, উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত সোহরাব হোসেন শেখের পুত্র মো. আবদুল্লাহ শেখের নম্বরে শুক্রবার সন্ধ্যায় একটি কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে বলা হয় লটারির মাধ্যমে আপনি ১০ লক্ষ টাকা পেয়েছেন। টাকাগুলো আমাদের কাছে আছে। এটা আপনার মোবাইলে পাঠাতে ২৪ হাজার ৫০০ টাকা খরচ হবে।

এ কথা বিশ্বাস করে তিনি চুকনগর বাজারের ইকোল হোসেন গাজীর লোডের দোকান থেকে ২৪ হাজার ৫০০ টাকা প্রতারকদের দেওয়া নম্বরে বিকাশ করে দেন। এরপর তিনি বিকাশের দোকানে বসে অপেক্ষা করতে থাকেন টাকা পাওয়ার জন্য। কিন্তু টাকা পেয়েই অল্পক্ষণের মধ্যে প্রতারক নম্বরটি বন্ধ করে দেয়।

দোকানদার দোকান বন্ধ করার সময় আবদুল্লাহর কাছে টাকা চাইলে তিনি মোবাইলে টাকা আসবে বলে অপেক্ষা করতে বলেন। কিন্তু ১ ঘণ্টা পার হলেও কোন টাকা আসেনি এবং মোবাইল নম্বরটি বন্ধ হওয়ায় বিস্তারিত খুলে বলেন। পরে নিরূপায় হয়ে তিনি জমি বন্ধক রেখে দোকানদারের টাকা পরিশোধ করেন। বিষয়টি স্থানীয় রফিকুল ইসলাম গাজী ও বিলায়েত হোসেন গাজী নিশ্চিত করেছেন। ডুমুরিয়া থানা ওসি মো. ওবাইদুর রহমান জানান, আবদুল্লাহ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে প্রতারণার শিকার হয়ে থানায় এসেছিলেন। তিনি টাকা খোয়া যাওয়া নম্বরটি দিয়ে গেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ