সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চার ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চারটি ইউনিয়নের ১১টি কমিউনিটি ক্লিনিকে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান চলে। ক্লিনিক পর্যায়ে ৪ হাজার ৫৮৩ জনকে প্রথম ডোজের টিকা প্রদান করা হয়েছে। এ সময় টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মোস্তফা। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুদীপ ভট্টাচার্য, সুধাংশু রঞ্জন তালুকদার, মধ্যনগর পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার প্রমুখ।
এ সময় স্বাস্থ্য পরিদর্শক মো. মোস্তফা বলেন, জনগণ টিকা নিতে আগ্রহী। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম চলবে।